মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা পৌর শহরের আইডিয়াল গার্লস কলেজে বীর মুক্তিযোদ্ধা মো. জিল¬ুল হাকিম একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে আইডিয়াল গার্লস কলেজ চত্ত্বরে ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেছেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
এসময় উপস্থিত ছিলেন পাংশা আইডিয়াল গার্লস কলেজের সভাপতি মিসেস সাইদা হাকিম, পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ, সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস, পৌর মেয়র আব্দুল আল মাসুদ, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল ওয়াহাব, পাংশা পৌর আ.লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, পাংশা থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন, কাউন্সিলর লাভলু বিশ্বাস, ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি লালটু বিশ্বাস প্রমুখ। একাডেমিক ভবনের নির্মাণ কাজের ফলক উন্মোচন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।