রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া ও চরগুয়াদাহ গ্রামে শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে এলাকার লোকজন একটি মোটর সাইকেল চলার শব্দ শোনার পর মুহুর্তে ৩বাড়ীর পাটকাঠির গাদায় আগুন দেখতে পায়। এতে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আড়কান্দি বাজার বণিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি সদস্য সুফল কুমার দাস জানান, আনুমানিক ভোর ৩টা থেকে ৪টার দিকে একটি মোটর সাইকেল যাওয়ার শব্দ শুনতে পায় এলাকাবাসী। পরমুহুর্তেই বাঘুটিয়া গ্রামের ময়েন উদ্দিন শেখের ছেলে বাবু শেখ, মন্টু বসুর ছেলে উত্তম বসু ও চরগুয়াদাহ গ্রামের ইদ্রিস মোল্যার ছেলে শফি মোল্যার বাড়ীর পাটকাঠির গাদায় আগুন দেখতে পায় লোকজন। পরে শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।