মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ ১০ দিনের ব্যাক্তিগত সফরে এখন লন্ডনে অবস্থান করছেন।
শুক্রবার বাংলাদেশ সময় ৩টার দিকে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইনন্সের একটি বিমানে করে তিনি লন্ডনের উদ্দেশ্য ঢাকা ছাড়েন। লন্ডন পৌছায়র পর প্রবাসীরা তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় পাংশা ও রাজবাড়ী জেলার বেশ কয়েকজন লন্ডন প্রবাসী তাকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন। অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ দেশ বাসির নিকট দোয়া কামনা করেন।