রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুরে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ইউনিয়ন পরিষদ সদস্যসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো. ওয়াহেদ খান (৫৫)। তিনি রাজাপুর গ্রামের মৃত মোকছেদ খানের ছেলে এবং ধর্মশী গ্রামের মৃত মানিক মোল্লার ছেলে টুটুল মোল্লা (৩৮)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এর নেতৃত্বে শনিবার (০৩ ফেব্রুয়ারী) সাড়ে ৩টার দিকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর ইউনিয়নস্থ রাজাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওয়াহেদ খান ও টুটুল মোল্লাকে ২০০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী সদর থানা এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
উল্লেখ্য ধৃত আসামী ওয়াহেদ খান রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার হিসেবে কর্মরত আছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।