শামীম শেখ ॥
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইউনিয়ন পর্যায়ের আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার শনিবার উদ্ধোধন হয়েছে। দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে দুপুরে এ প্রতিযোগিতার উদ্ধোধন ঘোষণা করেন মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম।
চরকর্ণেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কেসমত আলী, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক ইয়াসিন আলী, সহকারী শিক্ষক ও যুগান্তর পত্রিকার সাংবাদিক শামীম শেখ, সহকারী প্রাথমিক শিক্ষক আলাউদ্দিন বিশ্বাস, সুজিত চক্রবর্তি, জুুলেখা আক্তার প্রমুখ।
ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ইউনিয়ন পর্যায়ের নির্বাচিতরা পরবর্তিতে উপজেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে।