রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শীবপুর মোড়ে রবিবার সকাল ১০টার দিকে অটোবাইক মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে প্রধান শিক্ষক, ছাত্রী, অভিভাবকসহ অন্তত ১০জন আহত হয়েছে। আহতদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
নওপাড়া সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রোকেয়া পারভীন জানান, রবিবার সকাল ১০টার দিকে আন্তঃইউনিয়ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য অটোবাইক যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে রাজধরপুর যাওয়ার পথে শিবপুর মোড়ে পৌছালে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইকটি খাদে পড়ে যায়। এতে তিনিসহ অভিভাবক সম্পা পাল, ৬ষ্ট শ্রেণীর ছাত্র সাম্য, চতুর্থ শ্রেণীর ছাত্রী অন্বেষা, ২য় শ্রেণীর ছাত্র ধ্রব, ৪র্থ শ্রেণীর ছাত্রী হিরা, দীপ্ত সরকারসহ অন্তত ১০জন আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করে।