রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও স্যামপুল ঔষধ বিক্রি, ওজনে কারচুপি, মুল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৩ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন।
জানাগেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে জেলা মার্কেটিং অফিসার মোঃ আজমল হোসেন ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর সুর্য্য কুমার প্রামানিক ও জেলা পুলিশের সহযোগিতায় বালিয়াকান্দি বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, স্যামপুল ঔষধ বিক্রির দায়ে প্রীতি ফার্মেসীকে ১৫ হাজার টাকা, ওজনে কারচুপির দায়ে দুলাল ফল ষ্টোরকে ৫শত টাকা ও মুল্য তালিকা প্রদর্শন না করায় রাজীব ফল ষ্টোরকে ৫শত টাকা জরিমানা আদায় করেন। অভিযানে অনেক ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।