রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার বিভিন্নস্থান থেকে গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার ৪২জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গত ৭২ ঘন্টায় ১৪২জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপর ১২টার দিকে রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসন এ তথ্য জানিয়েছেন।
জানাগেছে, গত ৭২ ঘন্টায় জেলার প্রতিটি উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ মোট ১৪২জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে জেলার গুরুত্বপূর্ণ স্থান গুলোতে এবং বিএনপি জামায়াত কর্মীরা যেন রায়কে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার সামলা বেগম পিপিএম এর সত্যতা নিশ্চিত করে বলেন, বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কেউ যেন কোন নাশকতা করতে না পারে, সে জন্য জেলা পুলিশ সতর্ক রয়েছে।