রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদী ও মানিকগঞ্জ আরিচার যমুনা নদীর সংযোগস্থল গোয়ালন্দের কুশাহাটা এলাকায় বৃহস্পতিবার ফের ধরা পড়েছে একটি বড় বোয়াল ও আইর মাছ। দৌলতদিয়া ঘাটের এক মাছ ব্যবসায়ী ১৮ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বোয়াল ও ১৪ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি আইর কিনে বিক্রি করেছেন অর্ধ লক্ষাধিক টাকা।
দৌলতদিয়া ফেরি ঘাটের মাছের আড়তদার শাজাহান শেখ জানান, সকালে কুশাহাটা নামক এলাকায় পদ্মা এবং যমুনা নদীর মিলনস্থল থেকে জেলে হারান হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। বিশাল আকারের মাছ দুটি ধরা পড়ার পর তিনি ছুটে আসেন দৌলতদিয়া ফেরি ঘাটে। ওজন দিয়ে দেখেন বোয়াল মাছটির ওজন প্রায় ১৮ কেজি ৭০০ গ্রাম এবং আইর মাছটির ওজন প্রায় ১৪ কেজি ৩০০ গ্রাম। পরে হারান হালদারের কাছ থেকে বোয়াল মাছটি কিনেন এক হাজার ৫২০ টাকা এবং আইর মাছ এক হাজার ৫৩০ টাকা কেজি দরে। তাতে মাছ দুটির দাম আছে প্রায় ৫০ হাজার টাকা। মাছ দুটি কেনার পর রবিউল নামের ঢাকার এক শিল্পপতির কাছে প্রায় ৫৩ হাজার টাকায় বিক্রি করেন।
শাজাহানের ব্যবসায়িক অংশিদার নুরুল ইসলাম জানান, মাছ দুটি গড়ে এক হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছি। মাছ দুটি এখনই তাঁর ঢাকার বাসায় পৌছে দিতে হবে। তবে দুশ্চিন্তার কিছু নেই। মাছ দুটি বিক্রির নগদ দাম এবং ভাড়া বাবদ আরো এক হাজার টাকা দিবেন। সেই সাথে খুশি হয়ে বখশিসও দিতে পারেন। ১,৬০০ টাকা কেজি হিসেবে মাছ দুটির দাম আসে অর্ধ লক্ষাধিক বা ৫২ হাজার ৮০০ টাকা।
ঘাটে কর্তব্যরত বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, মাঝেমধ্যে ৫-৭ কেজি ওজনের বোয়াল ধরা পড়ে। কিন্তু এত বড় মাছ সহজে ধরা পড়েনা। এছাড়া এত বড় আইর মাছও ধরা পড়েনি।