শেখ রনজু আহম্মেদ ॥
শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলা শহরের কলেজ পাড়া এলাকায় অগ্রনী ব্যাংকে উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ মিজানুর রহমান জোর্য়াদ্দার, অগ্রনী ব্যাংক লিমিটেড ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির প্রমুখ।
এ সময় কলেজ পাড়া এবং সিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কয়েকশত শীতার্তর মাঝে শীত বস্ত্র কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।