স্টাফ রিপোর্টার ॥
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তিসহ বিভিন্ন দাবিতে রাজাবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে। গোয়ালন্দ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনেরর ব্যানারে সোমবার তারা এ কর্মসূচি পালন করেন।
পৌরসভা চত্তরে সকাল ৯টা থেকে শুরু হয়ে সারাদিন ব্যাপী এ কর্মবিরতি কর্মসূচী পালিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন গোয়ালন্দ শাখার সভাপতি ও পৌর সচিব ইসমাইল হোসেন খান, সাধানর সম্পাদক আসাদুজ্জামান সেলিম, পৌর প্রকৌশলী কাজল নাগ, বদরুল আলম চৌধুরী শাহিন, রেহেনা পারভীন, ফজলুল হক, ইউনুছ হোসেন বিপ্লব প্রমুখ।