সোহেল রানা/ নুর আলম সিদ্দিক ॥
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে অবস্থিত কালজ্বয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে শনিবার রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গনেশ নারায়ন চৌধুরী, সহ-সভাপতি ফকরুজ্জামান (মুকুট), সহ-সভাপতি শেখ সুবাহান, বালিয়াকান্দি উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, পাংশা পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর হান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামছুল আলম মিয়া সুফী, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ কে এম ফরিদ হোসেন বাবু, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসান আলীসহ রাজবাড়ী জেলা আওয়ামীলীগের জেলা ও বিভিন্ন উপজেলার নেতা কর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় নিহত সকল নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।