রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মধুরদিয়া গ্রামে শনিবার বিকেলে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস বিতরন করা হয়েছে।
বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৯১ সনের এসএসসি পরীক্ষার্থী ব্যাচের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ট্রাস্ট-৯১’ মধুরদিয়া গ্রামের আরব সাহেব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ স্কুলড্রেস বিতরণ করে। বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী যারা দারিদ্রতার কারণে নির্ধারিত স্কুলড্রেস তৈরী করতে পারেনি তাদের হাতে তুলে দেয়া হয় স্কুলড্রেস।
স্কুলড্রেস বিতরনকালে উপস্থিত ছিলেন ‘ট্রাস্ট-৯১’ এর সভাপতি ও বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কাজী জাহিদুল আকরাম, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক শ্যাম, সদস্য রতন কুমার সরকার, সদস্য ও রাজবাড়ীবিডি.কম এর সম্পাদক আজু শিকদার, আরব সাহেব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি মন্ডল, সহকারী শিক্ষক নাছিমা আক্তার, কার্তিক কুমার দাস, ফারজানা ইয়াসমিন প্রমুখ।