রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচিত সদস্য নাজমুল হাসান মিন্টু সামাজিক কর্মকান্ডে বিশেষ ভুমিকা রাখায় একুশে স্মৃতি পরিষদ ও ডিআরএফ ও বাসিসাপ এর যৌথ উদ্যোগে একুশে স্মৃতি পদক লাভ করেছেন।
শুক্রবার বিকেলে ঢাকার পাম্পি চাইনিজ রেস্টুরেন্টে আর্ন্তজাতিক মার্তৃভাষা ও কবিতা পাঠ অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এ পদক তুলে দেওয়া হয়।ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মকবুল হক।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য হুমায়ন কবির হীরু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা টেলিসামাদ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একুশে স্মৃতি পরিষদের সভাপতি মোঃ রফিকুজ্জামান।