স্টাফ রিপোর্টার ॥
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এতিম কিশোর জাহাঙ্গীর হোসেনের সহায়তায় এগিয়ে এসেছে অনলাইন ভিত্তিক সংগঠন গোয়ালন্দ প্রবাসী ফোরাম।
সোমবার গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ায় জাহাঙ্গীরের বাড়ীতে গিয়ে তার মা শাহানা বেগমের হাতে ফোরামের পক্ষ হতে ১০ হাজার টাকার একটি চেক তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার রহিমা, স্থানীয় বাসিন্দা ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক সুরাইয়া পারভীন, ফোরামের এ্যাকাউন্ট হোল্ডার ও দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ প্রমূখ।
জাহাঙ্গীরের মা ধানের চাতাল শ্রমিক শাহানা বেগম প্রবাসী ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রায় এক সপ্তাহ পার হলেও তার ছেলের অবস্থা এখনো ভালো না।
এই টাকা তার ছেলের চিকিৎসায় অনেক কাজে আসবে। হাসপাতালে দৈনিক প্রায় ৩০০০ টাকার মতো খরচ হচ্ছে। আমার কোন সামর্থ্য নাই। মানুষের দানদয়ায় ছেলের চিকিৎসা চলছে। জানিনা এভাবে আর কয়দিন চলবে। তিনি ছেলের প্রাণ সংশয়ে সর্বদা চোখের জল ফেলে চলেছেন।
জাহাঙ্গীরের বৃদ্ধা নানী জোহরা বেগম বলেন, জাহাঙ্গীরের বাবা সিদ্দিক মোল্লা প্রায় ১০ বছর আগে মারা গেছে। তার বাড়ীঘর বা সহায়-সম্পদ বলতে কিছুই নাই। শাহানা ৪টি ছেলে-মেয়ে নিয়ে আমার জড়া-জীর্ণ বাড়ীতে কোন মতে মাথা গুজে আছে। তিনি জাহাঙ্গীরের চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।