রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সোমবার সকালে বাল্য বিবাহ বন্ধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এসডিএস ও এসডিসির বাস্তবায়নে কালুখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহম্মদ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেবেকা খান, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, কালুখালী থানার ওসি আমিনুল ইসলাম, এসডিএসের নির্বাহী পরিচালক মজিবুর রহমান, রাজবাড়ী জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু প্রমুখ। এ সময় বাল্য বিবাহ বন্ধে সকলকে এগিয়ে আসার আহব্বান জানান বক্তারা।