রবিবার রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রুপপুর গ্রামের অগ্নিকান্ডে ৪ টি পরিবারের বসত ঘর নগদ অর্থ স্বর্নালংকারসহ কয়েক লক্ষ টাকার ক্ষতি হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক ও টিন বিতরন করা হয়েছে।
সোমবার সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেবেকা খান, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, কালুখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহম্মদ, কালুখালী উপজেলার রতন দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন প্রমুখ।
এ সময় আগুনে ক্ষতিগ্রস্থ চারটি পরিবারের মাঝে ৬ হাজার টাকা করে চেক ২ বান্ডিল ঢেউ টিন, জি আর চাল ও শীতবস্ত্র বিতরন করা হয়।