রাজবাড়ীতে ফসল উৎপাদনে জৈব ব্যবস্থাপনা বিষয়ক দিন ব্যপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজবাড়ী বাজারের আড়ত পট্টি এলাকায় আরাফাত কৃষি ভান্ডারে কৃষক প্রশিক্ষনের আয়োজন করে ইস্পাহানি এগ্রো লিমিটেড।
কৃষক প্রশিক্ষন অনুষ্ঠানে এ সময় বক্তৃতা করেন ইস্পাহানি এগ্রো লিমিটেডের বরিশাল রেঞ্চের ম্যানেজার এস কে গোলাম মুস্তাহিন, এক্সিকিউটিভ জহির উদ্দিন, রাজবাড়ীর উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুন কুমার সরকার, আব্দুর রাজ্জাক, কৃষক সমিতির সাধারন সম্পাদক আয়ুবুর রহমান, মোঃ আলাউদ্দিন হোসেন, তমছের আলী মোল্লা প্রমুখ।
এ সময় ফসল উৎপাদনে জৈব ব্যবস্থাপনার উপর জোর দিয়ে আলোচনা করেন বক্তারা। দিনব্যপী এই কৃষক প্রশিক্ষনে ২৫ জন কৃষক অংশ গ্রহন করে। প্রশিক্ষক শেষে কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরন করা হয়।