রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ কার্যক্রমে বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আব্দুল্লাহ আল মুরাদ, মেডিকেল অফিসার ডা. সরজিৎ দাস, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান, ইন্সপেক্টর ইনচার্জ রশিদ মৃধা, অপূর্ব সাহা প্রমুখ। স্বাস্থ্য সেবা কার্যক্রমে ইসলামপুর ইউনিয়নের ৬৮জন গর্ভবতী মায়েরা অংশগ্রহন করেন।