রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইন ও গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ঢাকা জেলার সভার থানার উলাইল কর্ণপাড়া গ্রামের সুলতান শেখের ছেলে রবিউল শেখ (৩৬) ও মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দসড়া গ্রামের শামছুদ্দিন বিশ^াসের ছেলে ইবাদ আলী বিশ^াস (৪২)।
থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার দৌলতদিয়া বাজার থেকে ১শ গ্রাম গাঁজাসহ রবিউলকে গ্রেফতার করা হয়। অপরদিকে বুধবার সন্ধ্যায় দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনার এলাকা থেকে ২১ পুরিয়া হেরোইনসহ ইবাদ আলীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দিয়ে বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।