রাজবাড়ীর বালিয়াকান্দি-রাজবাড়ী, বালিয়াকান্দি ভায়া জামালপুর-মধুখালী সড়ক ও জনপদ বিভাগের সড়কের দু,পাশের গাছ রাতের অন্ধাকারে চুরি হয়ে যাচ্ছে। দিনের পর দিন চুরি হলেও সড়ক ও জনপদ বিভাগ রয়েছে নিরব।
জানাগেছে, বালিয়াকান্দি-মধুখালী সড়কের দু,পাশের গাছ প্রতি রাতেই কেটে নিয়ে যাচ্ছে চোরেরা। অনেক সময় গোড়া কর্তন করে রেখে চলে যায়। পরে গাছ অন্য গাছের সাথে ঝুলে থাকে। যে কোন মূহুর্তে বাতাস হলেই গাছটি পড়ে যায়। পরে সহজেই গাছ সরিয়ে নিয়ে যায়।
এলাকার লোকজন জানায়, এ সড়কের দু,পাশ থেকে দিনের পর দিন রাতের অন্ধকারে গাছ চুরি হয়ে যাচ্ছে। তবে সড়ক ও জনপদ বিভাগের কর্মচারীরা আসলেও তাদের কোন উদ্যোগ নেই। এ চুরির সাথে সড়ক ও জনপদ বিভাগের কর্মচারী ও এ এলাকার কাঠ ব্যবসায়ীরা জড়িত। বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের নজরে নেওয়া উচিত বলে অনেকেই জানান।