“মন সুন্দর যার, সেই রাখে দেশ পরিস্কার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে রাজবাড়ীর গোয়ালন্দে ‘ভালোবাসার গোয়ালন্দ’ নামের একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
গোয়ালন্দ বাজার এলাকার কিছু তরুন, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে সংগঠনটি গঠিত হয়। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
সংগঠনের আহবায়ক মিশকাত মৃধার সঞ্চালনায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় গোয়ালন্দ মাছ বাজার সংলগ্ন বালির মাঠ প্রাঙ্গনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বিশ^ ভালোবাসা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কাউকে প্রধান বা বিশেষ অতিথি করা হয়নি। শুধুমাত্র স্থানীয় তরুন ব্যবসায়ী ও এলাকাবাসীকে নিমন্ত্রণ করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক রাশেদ রায়হান, তরুন ব্যবসায়ী ও শিক্ষার্থী টিটো ঠাকুর, মিঠু হাসান, সুজন কুমার, সুবল ঘোষ, সজল হালদার, মোর্শেদ রানা, সুজন মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের আহবায়ক মিশকাত মৃধা জানায়, একদল তরুন, শিক্ষিত ও ব্যবসায়ীদের নিয়ে ‘ভালোবাসার গোয়ালন্দ’ নামের সংগঠনটি করা হয়েছে। গোয়ালন্দকে যারা ভালোবাসি, তারা সবাই পরিস্কার-পরিচ্ছন্ন রাখবো। আজকের অনুষ্ঠানের শুরুতে অত্র এলাকাটি খুব আবর্জনাযুক্ত ও নোংরা ছিল। সংগঠনের সদস্যরা পরিস্কার-পরিচ্ছন্ন করে অনুষ্ঠান দেখার পরিবেশ তৈরী করে। তারপর আমরা প্রথম এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামীতে পরিকল্পনা মাফিক গোয়ালন্দকে ভালোবেসে পরিস্কার-পরিচ্ছন্ন রেখে চলবো।