বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি না দিলে বাংলাদেশে কোন নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রসন) আসনের বিএনপি’র সম্ভাব্য প্রার্থী, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহরিয়া ইসলাম শায়লা।
শনিবার ফরিদপুর জেলা ভাংগা উপজেলার মালিগ্রাম বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযানকালে তিনি এসব কথা বলেন। এছাড়া একদলীয় শাসন টিকিয়ে রাখতেই বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শায়লা আরো বলেন, অবৈধ ভাবে ক্ষমতা দখল করে আজ পযর্ন্ত পৃথিবিতে কেউ টিকতে পারেনি এই সরকারও টিকতে পারবে না। জনগণের উত্তাল সোচ্চার প্রতিরোধের মুখে এই অবৈধ সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে।’
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে নিজেদের মামলাগুলো জাদুর কাঠির মত প্রত্যাহার করে নিয়েছে। আর বিএনপি চেয়ারপারসনসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা জাল ও ভুয়া নথি তৈরী করে মিথ্যা মামলাগুলো চলাচ্ছে সুপারসনিক গতিতে।
ভাংগা উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সি, ভাঙ্গা উপজেলা পৌর যুবদলের যুগ্ন আহব্বায়ক রফিকুল ইসলাম পলাশ মুন্সি, যুবদল নেতা আলামিন হোসেন অনু, সাহাবদ্দিন সাইবী, ইমরান মুন্সী, মোঃ সাঈদ মুন্সী আরিফ তালুকদার, ছাত্রদল নেতা আমিন হোসেন সজিব, তুরান রহমান, বশার মুন্সী, রমীম মুন্সী, আশিক মোল্যা, মো. সানজিদ ফেরদাউস নিশু, আরিফ খন্দকার, সজল তালুকদার, আযোম মুন্সী, নুরু ইসলাম মাতুব্বর, সদ্য কারামুক্ত রবিউল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।