রাজবাড়ীর কালুখালী উপজেলার আড়কান্দি এলাকায় ইট ভাঙ্গার মেশিন উল্টে হাবিবুর রহমান নামে এক শ্রমিকের মৃত্য হয়েছে। সেই সাথে আহত হয়েছেন লতিফ মন্ডল নামে অপর শ্রমিক। নিহত হাবিবুর রহমান মন্ডল কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাচবাড়িয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম রাজবাড়ীবিডিকে জানান, রবিবার সকালে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাচবাড়িয়া গ্রাম থেকে ওই দুই শ্রমিক ইট ভাঙ্গার মেশিন নিয়ে কাজ করতে আড়কান্দি এলাকায় যাচ্ছিল।
এ সময় মেশিনটি উল্টে ঘটনাস্থলেই মারা যান হাবিবুর রহমান মন্ডল। আর গুরুতর আহত অবস্থায় লফিত মন্ডলকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।