রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) মোঃ জিয়ারুল ইসলাম জানান, বালিয়াকান্দি থানার এসআই জাকির হোসেন, এএসআই সাইফুল ইসলাম পৃথক অভিযান চালিয়ে উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে রায়পুর গ্রামের নিজাম মোল্যার ছেলে ফয়সাল মোল্যা (২৩) কে ৫৫ পিছ ইয়াবাসহ ও রায়পুর গ্রামের দিয়ারুল শেখের ছেলে রুমন শেখ (২১) কে ৩০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু,টি মামলা হয়েছে।