মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে তিন দিন ব্যপী একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকীম।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত শিল্পী মনসুর-উল-করিম, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রেজাউল করিম পিপিএম প্রমুখ।
জেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যপী এই মেলার মোট ৩৬ স্টল স্থান পেয়েছে। এবারের মেলায় সবার দৃষ্টি কেড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে দেয়াল পত্রিকা উৎসবের।