রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বহরপুর ইউনিয়নের চরফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের জন্য স্থান নির্ধারন ও মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে।
সোমবার দুপুরে এ বিদ্যালয়টির চারতলা ফাউন্ডেশনের ৬ রুম বিশিষ্ট ভবনটির নির্মানের স্থান নির্ধারনের পর মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। একই সাথে করা হবে বিদ্যালয়টির বাউন্ডারী দেওয়াল।
এতে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, চরফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জেল হোসেন প্রমূখ।
উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত জানান, বালিয়কান্দি উপজেলায় আরো ২০ টি প্রথামিক বিদ্যালয়ে এ ধরনের আরো ২০টি নতুন ভবনের অনুমোদন হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ জানান, শিক্ষার কোন বিকল্প নাই, তাই শিক্ষার মাধ্যমে জাতি ও দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় তার উপজেলার স্কুল গুলোর অবকাঠামোগত উন্নয়ন শুরু হয়েছে।