হারুন-অর-রশীদ, ফরিদপুর থেকে ॥
ফরিদপুরে বিএনপির মিছিলে বাঁধা দিয়ে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে সাংবাদিকসহ প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে শহরের সুপার মার্কেটের সামনে মুজিব সড়কে এ ঘটনা ঘটে।
মিছিলে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পুলিশের লাঠিপেটায় সমাবেশটি ছত্রভঙ্গ হয়ে গেলে তিনি একটি দোকানে অবস্থান নেন। আহত সাংবাদিকরা হলেন কালেরকণ্ঠের ফরিদপুর প্রতিনিধি নির্মলেন্দু চক্রবর্তী শংকর ও নয়াদিগন্তের হারুন আনসারী।
এসময় ফরিদপুর জেলা বি এন পি সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
পরে শ্যামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, আমরা ফরিদপুরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে পুলিশ হঠাৎ করে আমাদের ওপর লাঠিচার্জ করে ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আমাদের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। আমি এর নিন্দা জানাই।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, বিএনপির মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। এ সময় কয়েকজনকে আটক করা হয়।