গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সড়ক দূর্ঘটনায় খন্দকার শামছুল আলম (৫৮) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেল লাইন পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাটে এসে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ে। এ সময় ওই পরিবহনের যাত্রী খন্দবার সামছুল আলম বাস থেকে নামলে পূর্বাশা পরিবহন নামের অপর একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি আরেকটি চলন্ত ট্রাকের নিচে পড়ে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. নবী হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।