মাসুদ রেজা শিশির ॥
মহান একুশে ফেব্র“য়ারি এই দিনটি বাঙালি জাতির জন্য গর্বের ও অহংকারের। এই দিনটিতেই বাঙালি জাতি পেয়েছিল একটি নিজস্ব ভাষা ‘মাতৃভাষা বাংলা’। তাই এই দিনটিকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে একুশের প্রথম প্রহরে রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ প্রাঙ্গণে শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণ করতে জনতার ঢল দেখা যায়।
একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল¬ুল হাকিম এমপি। পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল), উপজেলা আওয়ামীলীগ, পাংশা সরকারি কলেজ, পাংশা পৌরসভা, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, পাংশা প্রেসক্লাব, শ্রমিক লীগ, পাংশা শিল্প ও বণিক সমিতি, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদ, প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা শিল্পকলা একাডেমি, পাংশা মহিলা কলেজ, আইডিয়াল গার্লস কলেজ, কাজী আব্দুল মাজেদ একাডেমি, পাংশা বালিকা উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনসমূহ শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পাংশা শহিদ মিনারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভাষা শহিদদের স্মরণ করতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল¬ুল হাকিম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান (ওদুদ), উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি এ,কে এম শফিকুল মোরশেদ আরুজ, পৌর মেয়র আব্দুল আল মাসুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম।
পাংশা প্রেসক্লাব :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবসে ভাষা শহিদদের বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করতে পাংশা প্রেসক্লাব একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে। পাংশা সরকারি কলেজ প্রাঙ্গণে পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এস,এম, রাসেল কবির ও যুগ্ম-আহ্বায়ক মাসুদ রেজা শিশির এর নেতৃত্বে সাংবাদিকদের নিয়ে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় সাংবাদিক শামীম রেজা, এস,কে পাল (সমীর), সৈকত শতদল, কাজী ছাব্বির হোসেন শিমু, অপু রায়হান ও ফারুক হোসাইন উপস্থিত ছিলেন। ২১ ফেব্রুয়ারি বিকেলে পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দিবসটি তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।