গোপালগঞ্জ-রাজশাহী টুঙ্গিপাড়া এক্্রপ্রেস ট্রেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর স্টেশনে (স্টোপিস) যাত্রা বিরতির দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরারর স্মারকলিপি পেশ করা হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে বালিয়াকান্দি উপজেলার সোনার বাংলা সমাজ কল্যান ও ক্রীড়া সংসদ জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নিকট এ স্মারকলিপি পেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, রাজবাড়ী সরকারী কলেজের অবসর প্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ ফকরুজ্জামান, সোনার বাংলা সমাজ কল্যান ও ক্রীড়া সংসদের আহ্বায়ক এস এম হেলাল খন্দকার, উপদেষ্টা মৃনাল ক্রান্তি শিকদার, এমএ কুদ্দুস, লিটন আক্তার পলাশ, নুরুল ইসলাম নুরু প্রমূখ।
জানাগেছে সম্প্রতি চালু হওয়া গোপালগঞ্জ টু টুঙ্গিপাগড়া এক্্রপ্রেস ট্রেনটি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৪টি স্টেশনের একটিতেউ বিরতি বা স্টোপেস দেয় না। এ অঞ্চলের অনেকে শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকুরীজীবি প্রতিদিন বিভিন্ন কাজে গোপালগঞ্জ, কুষ্টিয়া, রাজশাহী যাতায়ত করেন। তাই উপজেলার বহরপুর স্টেশনে এ টুঙ্গিপাড়া এক্্রপেস ট্রেনটি বিরতির দাবীতে চলতি মাসের ৭ নভেম্বর স্টেশনে একটি মানববন্ধন পালন করে বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চল মহাব্যবস্থাপক বরাবর লিখিত আবেদন করেন। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করে নাই। তাই বহরপুর স্টেশনে টুঙ্গিপাড়া এক্্রপেস ট্রেন বিরতির দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার এ স্বারকলিপি পেশ করছেন।