সোহেল রানা ॥
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) উপজেলার রাজনৈতিক অঙ্গন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৭জন মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা প্রদান করেছেন।
বিএনপির মনোনয়ন চান সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু, জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ হারুন, সহ-সভাপতি এ্যাড. লায়ন আব্দুর রাজ্জাক খান, বালিয়াকান্দি উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম শওকত সিরাজ, তৌফিক ই এলাহী কবির, রফিকুল ইসলাম ও লুৎফর রহমান।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১০টি, বালিয়াকান্দি উপজেলার ৭টি ও কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে রাজবাড়ী-২ সংসদীয় আসন। বর্তমানে আসনটি ক্ষমতাসীন আওয়ামী লীগের দখলে। বিএনপি এ আসনে আবার জিততে মরিয়া। ভোটে প্রতিদ্বন্দিতা করার আগে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নামছে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা। রাজবাড়ী-২ নির্বাচনী এলাকায় বিএনপির মধ্যে প্রকাশ্যে বিরোধ রয়েছে। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশিদের মধ্যে এ বিরোধ। দলীয় সূত্রে এমন তথ্য জানা গেছে। তবে সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী ও নেতাকর্মীরা তৎপর। তবে তৃনমুল বিএনপির নেতাকর্মীরা চান সৎ ও নিষ্ঠাবান যোগ্য প্রার্থী।