রাজবাড়ীর গোয়ালন্দে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা এসএসসি’র চুড়ান্ত পরীক্ষার ফরম পুরনের দাবিতে শনিবার দুপুরে বিক্ষোভ করে প্রধান শিক্ষকের কার্যালয় ঘেরাও করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, গোয়ালন্দ প্রপার হাইস্কুলে এ বছর এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় মোট ১৮৭ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। ফলাফলে দেখা যায় এর মধ্যে মাত্র ৬৮ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ওই ৬৮ জনের আগামী এসএসসি পরীক্ষার ফরম পুরণের সুযোগ দেয়।
এতে অকৃতকার্য শিক্ষার্থীরা শনিবার দুপুরে বিদ্যালয়ে এসে ফরম পুরনের দাবিতে বিক্ষোভ করে। এ সময় তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষাককে তার অফিসে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদেরকে শান্ত করেন।
গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান জানান, ম্যানেজিং কমিটির সাথে পরামর্শ করে অকৃতকার্য শিক্ষার্থীদের (রোববার) সংক্ষিপ্ত প্রশ্নে পরীক্ষা গ্রহন করা হবে। এতে যারা কৃতকার্য হবে তাদেরকে ফরম পুরনের সুযোগ দেয়া হবে।