রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়ায় কাজী হেদায়েত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয়তম অাসরে গোয়ালন্দ মোড় ফুটবল একাদশ চাম্পিয়ান হয়েছে।
ফাইনাল খেলায় সুলতানপুর ফুটবল একাদশকে ৪-৫ গোলে পরাজিত করে চাম্পিয়ান হবার যোগ্যতা অর্জন করে গোয়ালন্দ মোড় ফুটবল একাদশ।
শনিবার বিকালে ইউনিয়নের মুকুন্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী অালমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী সিরাজুল হক, সদর উপজেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি অাব্দুস সালাম মিলন, পাঁচুরিয়া ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সমাজসেবক কাজী মামুন, টুর্নামেন্টর অায়োজক মিরাজ খান প্রমূখ।
চলতি বছরের গত ৮ অক্টোবর ১৬ টি দল নিয়ে এ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়তম অাসর শুরু হয়।
ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্যে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। পড়ে ট্রাইব্রেকারে ৪-৫ গোলের জয় পায় গোয়ালন্দ মোড় ফুটবল একাদশ।
খেলা শেষে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অায়োজক কমিটি চাম্পিয়ান ও রানার্সঅাপ দলের খেলোয়ার ও টিম ম্যানাজারের হাতে পুরস্কার তুলে দেন।