সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম, শহিদুল ইসলাম শেখ (৩৮)। তার পিতার নাম, মৃত আঃ জলিল শেখ। বাড়ী উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামে।
বালিয়াকান্দি থানার এসআই বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ইউনিয়নের নলিয়া-ছাবনীপাড়া কবরস্থানের পাশ থেকে ২০ পিছ ইয়াবাসহ শহিদুল ইসলাম শেখকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে এএসআই সোহেল রানা বাদী হয়ে মামলা দায়ের করেছে।