সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নুরজাহান বেগম নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের বসত ঘর থেকে ওই বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় মৃত বেলায়েত হোসেনের স্ত্রী।
নিহতের ছেলে আ. বারেক জানান, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে তার ২ ছেলেকে নিয়ে কৃষি কাজের জন্য মাঠে যান। পরে তার স্ত্রী রোজিনা ফোন করে তাদের জানায় মাকে গলাকেটে কে বা কাহারা হত্যা করেছে।
স্থানীয়রা জানান, চিৎকার-চেচামেচি শুনে তারা ঘটনাস্থলে এসে দেখেন বৃদ্ধাকে তার বসতবাড়ীর ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সঠিক অনুসন্ধান করে হত্যা রহস্য উদঘাটনের দাবী জানান।
পাংশা সার্কেলের এএসপি মোঃ ফজলুল করিম জানান, অজ্ঞাত কেউ রাতের কোন এক সময় বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। দ্রুত বিষয়টি অনুসন্ধান করে রহস্য উদঘাটনপূর্বক দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।