রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনে কাটা পরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
কালুখালি থানার অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ জানান, শনিবার সকালে পোরাদহ থেকে গোয়ালন্দ গামী মেইল ট্রেনটি কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের তালতলা এলাকায় আসলে অজ্ঞাত এক বৃদ্ধ কাটা পরে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ীর রেলওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে।