সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের ভবনের ছাদের পলেস্তার খসে মাথার উপড় পড়ে বিথী আক্তার নামে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। সে মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।
মঙ্গলবার দুপুরে এইচএসসি টেস্ট পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। ওই সময় ২০১৮ সালের অনুষ্ঠিতব্য এইচএসসি’র টেষ্ট পরীক্ষা চলছিল। আহত শিক্ষার্থী বিথী আক্তারকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এসময় অন্যান্য শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বালিয়াকান্দি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ চন্দ্র সরকার জানান, এইচএসসির সমাজ কল্যান বিষয়ের টেস্ট পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার কক্ষের ছাদের পলেস্তার খসে পড়ে বিথীর মাথায়। পলেস্তারের আঘাতে তার মাথা ফেঁটে যায়।
বালিয়াকান্দি সরকারী কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, ঘটনাটি খুবই অনাকাঙ্খিত ও দুঃখজনক। কলেজের পুরাতন ভবনটিতে কোন ধরণের কার্যক্রম না চালানোর জন্য কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।