রাজবাড়ীর গোয়ালন্দে কৃষকদের মাঝে বিভিন্ন ধরণের বীজ, সার, ওষুধ ও প্রদর্শনী প্লটের সাইন বোর্ড বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস থেকে বুধবার দুপুরে এগুলো বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মো. মোহায়মেন আক্তার।
কৃষি অফিস জানায়, ১৫ জন কৃষকের মাঝে বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১৫ মণ পেঁয়াজ বীজ, সাড়ে ৪ মণ রসুন বীজ, ১৫ কেজি মসুর বীজ, ১৫ কেজি খেসারী বীজ ও ৯ কেজি সরিষা বীজ। এ সময় বিভিন্ন প্রদর্শনী প্লটের জন্য সাইন বোর্ডও বিতরণ করা হয়।