সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বালিয়াকান্দি ইউনিট কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা দিবসে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বালিয়াকান্দি উপজেলা চত্বরে উপজেলার মুক্তিযোদ্ধারা সমবেত হয়ে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীটি উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন সেখ, মোকলেছুর রহমান, সিরাজুল ইসলাম, লিয়াকত আলী খান সহ উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযুদ্ধোর স্বপক্ষের মানুষ অংশগ্রহন করেন।