রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙ্গচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (দুলাল মোল্লা) জানান, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ৫ টি মোটর সাইকেলে হেলমেট পরিহিত একদল দূর্বৃত্ত ওই ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের কলিবরের বাজার এলাকায় থাকা আওয়ামীলীগের কার্যালয়টির সামনে এসে দাঁড়ায়। তারা সেখানে মাত্র ১০ মিনিট অবস্থান করে ওই কার্যালয়ের টিনের বেড়া কুপিয়ে কাটার পাশাপাশি ভেতরে প্রবেশ করে চেয়ার, টেবিল, টেলিভিশনসহ অন্যান্য মালামাল ভাংচুর করে। সেই সাথে কার্যালয়ের ভেতরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে। রাতেই থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ অফিস ভাঙ্গচুরের প্রতিবাদের স্থানীয় যুব মহিলা লীগের নেত্রীরা একটি বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। এ সময় তারা এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।