গোয়ালন্দে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে মহান বিজয় দিবস টি-১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর প্রথম দল হিসেবে দ্বিতীয় জয়ে পেয়ে দ্বিতীয় রাউন্ডে পৌছৈছে টিএস ক্রিকেট প্রেমী একাদশ।
গোয়ালন্দ নাজিরউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার সকালে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় টিএস ক্রিকেট প্রেমী একাদশ ও টাইগার একাদশ। প্রথমে ব্যাট করে টাইগার একাদশ ১৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৩ রান করে। জবাবে ক্রিকেট প্রেমী একাদশ মাত্র ২ উইকেট হারিয়ে ৯ ওভারে লক্ষ্যে পৌছৈ যায়। অনবদ্য ৪৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয় বিজয়ী দলের রকি।
ম্যাচের আকর্ষনীয় দিক ছিল গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফীর খেলোয়ার হিসেবে টিএস ক্রিকেট প্রেমী একাদশের হয়ে ম্যাচে অংশ গ্রহণ। ম্যাচ শুরুর আগে খেলোয়ারদের সাথে সমবেতে কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও শপথ পাঠ পর্বে উপস্থিত ছিলেন ওসি এজাজ শফি, প্রকৌশলী ফকীর আ. মান্নান, ব্যবসায়ী আশরাফুল আলম, যুগান্তরের প্রতিনিধি শামীম শেখ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সাজ্জাদ হোসেন, ওহিদুল ইসলাম প্রমূূখ।