সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের যৌথসভা রবিবার দুপুরে এলাহী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য ও এমপি পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন, উপজেলা যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, যুগ্ন আহবায়ক শফিকুর রহমান তুহিন, ব্যবসায়ী আলতাব হোসেন মোল্যা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি খোন্দকার বাশারুল আলম বাপ্পু, সাধারন সম্পাদক আলমগীর মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম মারুফ, কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন প্রমুখ।
আশিক মাহমুদ মিতুল হাকিম বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে প্রতিটি বাড়ী বাড়ী যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে। বিপুল ভোটে তার পিতা জিল্লুল হাকিমকে পুনরায় বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।