রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলস্টেশন এলাকা থেকে লক্ষী নারায়নের কষ্টি পাথরের তৈরি ৪৫ কেজি ওজনের একটি মুর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে তিনটার সময় বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলস্টেশন এলাকায় সিনিয়ার সহকারী পুরিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় মুর্তি পাচারকারী দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বস্তায় মোড়ানো কুষ্টি পাথরের জোরা মুর্তিটি ফেলে পালিয়ে যায়। পরে ওজন দিয়ে দেখা যায় মুর্তির ওজন ৪৫ কেজি। তবে এটির বাজার মুল্য কত সঠিকভাবে বলা যাচ্ছে না।
এ ব্যপারে প্রতœতাত্তিক অধিদপ্তরে পত্র প্রেরন করা হবে। তারাই এটির রক্ষনাবেক্ষন করবেন।