রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপি অফিসে সোমবার বিকেলে নির্বাচনী সভার প্রস্তুতিকালে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১২জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। এ ঘটনার পর পুলিশ উপজেলা বিএনপির সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নুকে গ্রেফতার করেছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত সোমবার বিকেলে গোয়ালন্দ বাজার রেলস্টেশন এলাকায় বিএনপির নির্বাচনী অফিসে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী সভার আয়োজন করে। এ সময় নৌকার পক্ষে শ্লোগান দিয়ে রেলস্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অতর্কিতভাবে ইট-পাটখেল নিক্ষেপ করে হামলা চালায়। ইট-পাটখেলে ও লাঠিশোঠা দিয়ে হামলায় তিনিসহ (শহিদুল ইসলাম বাবলু) ১২জন নেতাকর্মী আহত হন। এরমধ্যে উজানচর ইউনিয়ন বিএনপির জেষ্ঠ্য সহ-সভাপতি, সাবেক ইউপি সদস্য ছাদেক আলী মেম্বার ওরফে ছাদেক মাষ্টারের পায়ে ধারালো অস্ত্রের কোপ জখম হয়। এছাড়া উজানচর ইউনিয়ন বিএনপি সভাপতি আলাউদ্দিন শেখ, ছোটভাকলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিমেল মোল্যা, জেলা ছাত্রদল সহ-সভাপতি মিঠু মোল্যা, উপজেলা বিএনপির প্রস্তাবিত যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম ফকির, যুবদল নেতা সোহাগ মিয়া, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ শেখ, উপজেলা বিএনপির প্রস্তাবিত সহ-সভাপতি রুস্তুম আলী মোল্যা, যুবদল নেতা আহসান মিয়া, ছাত্রদল নেতা রুহুল আমিন আহত হন। এছাড়া প্রায় ১৫-২০টি চেয়ার ও মাইক ভাঙ্গচুর করে। এমন পরিস্থিতিতে পুলিশ উল্টো আমাদের অবরুদ্ধ করে রাখে। এমনকি কথা বলার কথা বলে ডেকে নিয়ে উপজেলা বিএনপির সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু মোল্যাকে গ্রেফতার করে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর গণসংযোগ নিয়েই দলীয় নেতাকর্মীরা ব্যাস্ত ছিল। এসময় কে বা কারা হামলা করেছে জানানেই। তবে শুনেছি বিএনপির দুটি গ্রুপ রয়েছে। নিজেদের অভ্যন্তরীন কোন্দলের কারণে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর লোকজন এমনটি ঘটিয়েছে। এ ঘটনার সাথে সরকারি দলের কেউ জড়িত নয়। নিজেদের বদনাম এখন অন্যের ঘারে চাপানোর চেষ্টা চালাচ্ছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী বলেন, বিএনপির দুটি গ্রুপের অভ্যন্তরীন কোন্দলের কারণে নিজেরা মারামারি করেছে বলে জানতে পেরেছি। উপজেলা বিএনপির সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু মোল্যাকে এলাকার শান্তি-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।