একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী গনসংযোগ ও লিফলেট বিতরন শুরু করেছেন।
সোমবার সকাল সাড়ে দশটায় গন সংযোগ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হন নেতা কর্মীরা। এর পরই শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী প্রেস ক্লাব এলাকা ও প্রধান বাজার এলাকায় গন সংযোগ চালান।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড শেখ মোহাম্মদ উজির আলী, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, মন্ত্রী কন্যা কানিজ ফাতেমা চৈতিসহ, সহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে জয়যুক্ত করার আহব্বান জানান নেতা কর্মীরা।