সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ নাশকতার অভিযোগে রবিবার রাতে ৭জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াকান্দি ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের নুরু মিয়ার ছেলে উপজেলা তরুন দলের সভাপতি হিরু চৌধুরী, নওপাড়া গ্রামের খলিল মন্ডলের ছেলে রকিব মন্ডল, নটাপাড়া গ্রামের সফিউদ্দিনের ছেলে শাহজাহান মিয়া, নিশ্চন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মিয়া আক্তার হোসেন, বারমল্লিকা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম, আফাজ উদ্দিনের ছেলে খলিল সেখ, জাবরকোল গ্রামের জালাল মিয়া।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, নাশকতার অভিযোগে ৭জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে সোমবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।