একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংখ্যালঘুর নিরাপত্তা বিষয়ক রাজবাড়ীতে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় শারি এর আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ সফিকুল আজম মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ উজির আলী, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারন সম্পাদক এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ উমা সেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, শারির এডভোকেসী কো-অর্ডিনেটর রঞ্জন বকসী নুপু, বাংলাদেশ দলিত এন্ড মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডার ফোরামের সাধারন সম্পাদক সোহেল রানা প্রমূখ। এছাড়া সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংখ্যালঘু সম্প্রদায় উপস্থিত ছিলেন।
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংখ্যালঘুদের নিরাপত্তা এবং জেলার আইন শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।