বৃহস্পতিবার বেলা ১২টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নির্বাচনী পথসভায় অংশ নিচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তার আগমনে এ অঞ্চলের মানুষ আশাবাদি হয়ে উঠেছে। রাজবাড়ীবাসির দীর্ঘদিনের স্বপ্ন দৌলতদিয়া-পাটুরিয়ায় ২য় পদ্মাসেতু নির্মাণ, পদ্মানদীর ভয়াবহ ভাঙন থেকে রাজবাড়ীকে রক্ষাসহ বিভিন্ন দাবি আরো জোড়ালো হয়ে উঠেছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, মাননীয় প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার বেলা ১২টায় দৌলতদিয়া ট্রাক টার্মিনালে আয়োজিত নির্বাচনী পথসভায় অংশ গ্রহন করবেন। ইতিমধ্যে দলের পক্ষ থেকে জেলা রিটার্নিং অফিসারের নিকট থেকে এ ব্যপারে অনুমতি নেয়া হয়েছে।
এদিকে শেখ হাসিনার আগমন উপলক্ষে উজ্জিবিত ও আশাবাদি হয়ে উঠেছেন আওয়ামীলীগের নেতাকর্মী ও এ অঞ্চলের জনগন। তাকে স্বাগত জানাতে দলের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে রাজবাড়ীর দু’টি সংসদীয় আসন আওয়ামীলীগের দখলে রয়েছে। আমরা এবারও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন দু’টিতে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে প্রধান মন্ত্রীকে উপহার দিতে পারব বলে আশাবাদি।
আলাপকালে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বলেন, জেলার বিভিন্ন ক্ষেত্রে ব্যপক উন্নয়ন হলেও রাজবাড়ী এখনো সারা দেশের তুলনায় অনেকটা পিছিয়ে আছে। আমাদের বহুদিনের প্রত্যাশা দৌলতদিয়া-পাটুরিয়া ২য় পদ্মা সেতুর ব্যাপারে বিশেষ কোন অগ্রগতি হয়নি। আমরা মহাজোটের নির্বাচনী ইশতেহারে এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষনা চাই। সেই সাথে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে জেলা বাসীকে রক্ষা জন্য চাই নদী শাসন। এছাড়া এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য শিল্পাঞ্চল স্থাপন, দৌলতদিয়ায় নদী বন্দর স্থাপনসহ কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন ঘোষণা আমরা প্রধান মন্ত্রীর কাছ থেকে আশা করছি।
গোয়ালন্দ পৌরসভার মেয়র ও বিশিষ্ট শিল্পপতি শেখ মো. নিজাম বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর আগমনে আমরা উচ্ছসিত, উজ্জীবিত ও তার প্রতি কৃতজ্ঞ। আমরা এবারও রাজবাড়ীর দু’টি আসনে তার মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে ঐক্যবদ্ধ রয়েছি। এ অঞ্চলের আরো উন্নয়নের জন্য আগামীতে দৌলতদিয়া-পাটুরিয়ায় ২য় পদ্মাসেতু নির্মাণ, জেলার অস্তিত্ব রক্ষায় দ্রুত নদী শাসন, শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, দৌলতদিয়া নৌবন্দর স্থাপন, বিনোদনের জন্য বঙ্গবন্ধু পার্ক স্থাপনের ব্যাপারে প্রধান মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। এ জন্য তিনি আবারো নৌকার প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের নিকট অনুরোধ জানান।
গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান মিয়া জানান, ইতিমধ্যে প্রধান মন্ত্রীর পথসভা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করছি এ পথসভা জনসমুদ্রে রূপ নেবে। প্রধান মন্ত্রীর কাছ থেকে আমরা নদী শাসনসহ দৌলতদিয়া-পাটুরিয়ায় ২য় পদ্মা সেতুর ব্যাপারে ঘোষণা আশা করছি। এই সেতু রাজবাড়ীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এ ঘোষনা এ অঞ্চলে নৌকার বিজয়কে ত্বরান্বিত করবে।