রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকালে বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এরপর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, এ্যাডভোকেট সফিকুল আজম মামুন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট সফিকুল হোসেন প্রমুখ। পরে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল।